মুর্শিদাবাদ জেলার কাদোয়ায় অবস্থিত মাদ্রাসা -‘আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া’ য় মালিক পাকের রহমে আগামী শিক্ষাবর্ষের জন্য( ২০২৫) ভর্তির ফর্ম (প্রথম শ্রেনি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত)দেওয়া শুরু হচ্ছে ৯ই সেপ্টেম্বর থেকে ইনশাআল্ আমাদের সমস্ত পীর ভাই-বোনদের ও অন্যান্য সকলকে জানানো হচ্ছে যে পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার কাদোয়া গ্রামে মালিক পাকদের খাস রহম- করমে পর্দা হুযুর পাক সৈয়েদেনা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল-কাদেরী আল-বাগদাদী, সানী মওলা পাক (আঃ) এঁর পবিত্র নামপাকে যে মাদ্রাসা (আল্ মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া) গত বছর ২০২৪ এ প্রথম থেকে চতুর্থ এই চারটি শ্রেণি নিয়ে শুরু হয়েছিল, আগামী শিক্ষাবর্ষে তা দ্বিতীয় বছরে পড়বে। আমাদের পূর্ব ঘোষণা মতো এ বছর আর একটি শ্রেণি অর্থাৎ পঞ্চম শ্রেণি তাতে যুক্ত হবে। পরে মালিক পাকের রহমে আস্তে আস্তে প্রত্যেক বছর ক্লাসের সংখ্যা বাড়াফর্ম বাছাই, ভর্তি পরীক্ষা(Admission Test) এবং ভর্তি প্রক্রিয়া নভেম্বরেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সমস্ত গ্রুপের মাধ্যমে এবং সমস্ত পীর ভাই-বোনদের সহযোগিতায় এই খবর সবাইকে জানাতে হবে। আমাদের পীর ভাইদের যত সোশ্যাল গ্রুপ আছে সেখানে এই নোটিশ শেয়ার করবেন মনে রাখবেন এখানে দ্বীনি শিক্ষার সাথে সাথে আমাদের দরবার পাকের আকিদা অর্থাৎ আহলে বায়েত পাকের অনুসরণ ও সুফি কাদেরিয়া তরিকার চর্চা ও অনুশীলনের ব্যবস্থা রয়েছে। মাদ্রাসা- র সিলেবাস থাকলেও প্রথম শ্রেণি থেকেই যুগোপযোগী বিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি বিষয়েও জোর দেওয়া হবে। এখানকার ছাত্রদের ইংরেজি ও আরবিতে বিশেষ জোর দেওয়া হয়। এখানে যাঁরা শিক্ষকতা করেন তাঁরা প্রত্যেকেই প্রশিক্ষণ প্রাপ্ত, দক্ষ, আন্তরিক ও সহানুভূত আমাদের প্রতিটি শ্রেণিতেই আসন সংখ্যা সীমিত, তাই ইচ্ছুক পীর ভাই-বোনদের ও অন্যান্য আগ্রহী অভিভাবকদের তাঁদের সন্তানের জন্য আগে থেকেই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
সরকারি নিয়ম অনুসারে সকলকে বয়স অনুযায়ী উপযুক্ত শ্রেণিতে ভর্তি করতে হবে যেহেতু অন্য একটি সরকারি স্কুলে তাদের নাম থাকবে, তাই সরকারি সমস্ত সুযোগ সুবিধা যা সরকারি স্কুলের ছেলেরা পায়, সবই তারা পাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের সার্টিফিকেটও তারা পাবে প্রথম ও দ্বিতীয় শ্রেণি আবাসিক নয়। তৃতীয় শ্রেণি থেকে আবাসিক হবে(তবে কম্পালসারি বা আবশ্যিক নয বাইরের ছাত্রদের জন্য উন্নত ও আধুনিক মানের হোস্টেলের সুবিধা থাকবে।
লোকাল ছাত্র হোস্টেলে না থাকলেও আরবি কোচিং-এর জন্য সন্ধেবেলা তাদের আবার আসতে হতে পারে।
পরবর্তী নোটিশে Admission Fees, Monthly Fees, Hostel Fees এবং ভর্তির নিয়মাবলি জানানো হবে। ভর্তির ফর্ম কাদোয়ার মাদ্রাসা অফিসে পাওয়া যাবে।
এছাড়াও দূরবর্তী এলাকার জন্য কতকগুলি সেণ্টার করা হয়েছে যেখান থেকে আপনারা ফর্ম তুলতে পারবেন ও পূরণ করে জমা দিতে পারবেন। সেগুলি হল
১। মুর্শিদাবাদ জেলার ইন্দ্রাণী খানকাহ শরীফ, শেরপুর খানকাহ শরীফ ও সিজগ্রাম খানকাহ শরীফ।
২। বীরভূম জেলার মাড়্গ্রাম খানকাহ শরীফ।
৩। উত্তর চব্বিশ পরগণার খাসপুর খানকাহ শরীফ।
৪। দক্ষিণ চব্বিশ পরগণার এনায়েত নগর খানকাহ শরীফ।
৫। পূর্ব বর্ধমান জেলার শসঙ্গা খানকাহ শরীফ।
৬। বর্ধমান শহরে রেহান ইসলাম(রাজু), সরাইটিকর (আমতলা ) ফোন 90021 74659
ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ শে সেপ্টেম্বর। ফর্মের মূল্য – ২৫ টাকা (পঁচিশ টাকা) মাত্র।
আমাদের মাদ্রাদার নামে (একই নামে) ফেসবুকে একটি পেজ রয়েছে সেখানে আপনারা মাদ্রাসার বিভিন্ন তথ্য, ছবি ও ভিডিও দেখতে পাবেন। ওয়েবসাইট পরের নোটিশে জানানো হবেমালিক পাক আমাদের খিদমত করার তওফিক আতা করেন ও কবুল করেন।
আমিন।
অনুমত্যনুসারে –
মুহাম্মদ ওয়ালীউল্লাহ কাদেরীপ্রিন্সিপাল কাম সেক্রেটারি।
যে কোন অনুসন্ধানের জন্য
যোগাযোগ করতে পারেন এই সব নম্বরে –
১. মাদ্রাসা অফিস – 98321 71099 (শুধু অফিস আওয়ারে)।
